কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জন্য সিপিএম নেতা গৌতম দেবের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হল। এদিকে, বিবৃতি দিয়ে ব্যক্তি আক্রমণের জন্য দুঃখপ্রকাশ করেছেন গৌতম।
গৌতম দেবের গতকালের কুরুচিকর মন্তব্যের পর নাম না করে এদিন জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, রাজনীতি করুন, কিন্তু কুৎসা করবেন না।
বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়ে দুঃখপ্রকাশ করে এক বিবৃতিতে গৌতম দেব বলেছেন, রবিবার প্রয়াত সুদীপ্ত গুপ্তর স্মরণে আয়োজিত সভায় আমি রাজ্য পরিস্থিতি নিয়ে নানা বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নাম উল্লেখ করে দু’একটি কথা বলেছি, যা ব্যক্তি আক্রমণের সমতুল। আমার এ ধরণের ব্যক্তি-আক্রমণ উদ্দেশ্য ছিল না। এজন্য আমি দুঃখিত।
প্রয়াত এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তের স্মরণে রবিবার নেতাজিনগরে এক সভায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ করেন গৌতম দেব।
এরপর সোমবার নেতাজি নগর থানায় স্থানীয় এক বাসিন্দা সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়ে শুরু হয়েছে তদন্ত। গৌতম দেবের বক্তব্যের ভিডিও ক্লিপিংস জোগাড় করছে পুলিশ।
গৌতম দেবের বিরুদ্ধে হুগলির উত্তরপাড়াতেও আরেকটি অভিযোগ দায়ের হয়েছে। সোমবার শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দেবিকা ঘোষের নেতৃত্বে প্রায় ১৫ জন মহিলা কর্মী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
পর্যবেক্ষকদের মতে, নিজের মন্তব্যের জন্য নানামহলেই সমালোচনা শুনতে হয়েছে গৌতম দেবকে। তার জেরেই বিবৃতি দিয়ে ক্ষমা চাইলেন সিপিএম-এর প্রাক্তন এই নেতা।
মমতাকে ‘কটূক্তি’, পুলিশে অভিযোগ দায়ের, দুঃখপ্রকাশ গৌতম দেবের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Apr 2017 09:40 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -