জয়েন্টে প্রথম দশ হাজারের তালিকায় উচ্চ মাধ্যমিককে টেক্কা সিবিএসই-র। দিল্লি বোর্ডের সাফল্যের হার ৪৭ শতাংশ। উচ্চ মাধ্যমিকের ২৬।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার মেধাতালিকায় জেলার দাপট, প্রথম কলকাতার দেবাদিত্য প্রামাণিক
ABP Ananda, web desk
Updated at:
05 Jun 2017 02:57 PM (IST)
NEXT
PREV
কলকাতা: প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। জয়েন্টের মেধাতালিকায় জেলার দাপট। প্রথম দশে ৬ জন জেলার। প্রথম হলেন বিড়লা হাইস্কুলের দেবাদিত্য প্রামাণিক। প্রথম স্থানে থাকা দেবাদিত্য এবিপি আনন্দের সেরা বাঙালি-র কালকের সেরা আজকে বিভাগে সন্মানিত হয়েছিলেন। দ্বিতীয় দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের আইরিন ঘোষ। রাজস্থানের কোটা থেকে তৃতীয় হয়েছেন হর্ষিত কেডিয়া। চতুর্থ স্থানাধিকারী সৌমিক দাস, রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। বেলঘড়িয়ার অ্যাডামাস হাইস্কুলের অর্ণব জানা পঞ্চম স্থান পেয়েছেন। মেধা তালিকায় ষষ্ঠ স্থান কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের সাগ্নিক ভট্টাচার্যের। কোচবিহারের জেনকিন্স স্কুলের দেবমাল্য সরকার, কল্যাণী এক্সপেরিমেন্টাল স্কুলের তৃপ্তেশ বিশ্বাস এবং শান্তিনিকেতনের টেকনো ইন্ডিয়া স্কুলের উত্কর্ষ জৈনের স্থান মেধাতালিকায় যথাক্রমে সপ্তম, অষ্টম এবং নবম। অন্যদিকে দশম হয়েছেন কলকাতার সাউথ পয়েন্টের সায়ন চক্রবর্তী। প্রথম দশজনের মধ্যে ৬ জন সিবিএসই, ৩ জন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং একজন আইএসসি বোর্ডের পড়ুয়া। শূন্যের বেশি পেলে তবেই কাউন্সিলিংয়ের জন্য পরীক্ষার্থীরা বিবেচিত হবেন বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। এ বছর ৪৩ দিনের মাথায় প্রকাশিত হল পরীক্ষার ফল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ১৭ হাজার ৫৭৪ জন। এ বছর ইঞ্জিনিয়ারিং-এ কাউন্সিলিংয়ে সুযোগ পাবেন ১ লক্ষ ৪৩৩ জন। অন্যদিকে ফার্মাসির কাউন্সিলিংয়ে ডাকা হবে ১ লক্ষ ১৭৫ জনকে। আগামী ১২ তারিখ ২৩টি কেন্দ্রে শুরু হবে কাউন্সিলিং। অন্যদিকে আগামী বছরের ২২ এপ্রিল নেওয়া হবে জয়েন্টের পরীক্ষা।
জয়েন্টে প্রথম দশ হাজারের তালিকায় উচ্চ মাধ্যমিককে টেক্কা সিবিএসই-র। দিল্লি বোর্ডের সাফল্যের হার ৪৭ শতাংশ। উচ্চ মাধ্যমিকের ২৬।
জয়েন্টে প্রথম দশ হাজারের তালিকায় উচ্চ মাধ্যমিককে টেক্কা সিবিএসই-র। দিল্লি বোর্ডের সাফল্যের হার ৪৭ শতাংশ। উচ্চ মাধ্যমিকের ২৬।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -