গুরুঙ্গ-ঘনিষ্ঠ রোশন গিরিকে সাধারণ সম্পাদকের পদ থেকে ৬ মাসের জন্য সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় এসেছেন অনীত থাপা।
বিমল গুরুঙ্গ, রোশন গিরি, আশা গুরুঙ্গ, প্রকাশ গুরুঙ্গ, স্বরাজ থাপা-সহ অপসারিতদের তালিকায় রয়েছেন ১৫ জন মোর্চা নেতাও। সোমবার প্রায় ৩ মাস পর বৈঠকে বসে মোর্চার কেন্দ্রীয় কমিটি। সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয়।
রবিবারই বিমল গুরুঙ্গের বার্তা উপেক্ষা করে দার্জিলিঙে অনীত থাপার সভায় উপচে পড়ে ভিড়। এর ২৪ ঘণ্টার মধ্যেই গদি গেলে গুরুঙ্গের!
মোর্চা শিবিরে যখন ক্ষমতা বদল, তখন পাহাড়ে সক্রিয় জিএনএলএফ-ও। মঙ্গলবারের সর্বদল বৈঠকের আগে, সোমবার পাহাড়ের বিভিন্ন জায়গায় দলীয় পতাকা লাগায় জিএনএলএফ। সবমিলিয়ে পাহাড়ে এখন নতুন সমীকরণ।