কলকাতা: করোনা আক্রান্ত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মৃদু উপসর্গ নিয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি।


এদিকে, রাজ্যে দৈনিক সংক্রমণ ফের ৩ হাজার ছাড়াল। স্বাস্থ্য দফতরের আজকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩ হাজার ৮৭ জন। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে সুস্থতার সংখ্যা। একদিনে করোনা-মুক্ত ৩ হাজার ২০৭ জন। বাংলায় সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৫ দশমিক এক নয় শতাংশ।

রাজ্যে করোনায় দৈনিক মৃতের সংখ্যা গত কয়েকদিনের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় ৫২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। শনিবার সংখ্যাটা ছিল ৫৮। শুক্রবারও তাই। বৃহস্পতিবার মৃতের সংখ্যা ছিল ৫৫।

স্বাস্থ্য দফতরের রবিবারের বুলেটিন অনুযায়ী, বর্তমানে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ৭৮৮। মোট মৃতের সংখ্যা সাড়ে ৩ হাজার পেরিয়েছে। রাজ্যে মোট মৃত ৩ হাজার ৫৬২ জন। রাজ্যে মোট অ্যাকটিভ কেস ২৩ হাজার ২১৮। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে ফের কলকাতাকে ছাপিয়ে গেছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত ৫৪১। সেখানে উত্তর ২৪ পরগনায় সংক্রমিত ৫৯০। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৮ জনের মৃত্যু হয়েছে। সেখানে উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১০।

অন্যান্য জেলাগুলির মধ্যে গত ২৪ ঘণ্টায় হুগলিতে ২৯০, দক্ষিণ ২৪ পরগনায় ১৯০, পশ্চিম মেদিনীপুরে ১৭৫, পূর্ব মেদিনীপুরে ১৫২, পশ্চিম বর্ধমানে ১২৪, হাওড়ায় ১১৯এবং নদিয়ায় ১১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।

রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বাংলায় ৪৬ হাজার ৫০৫টি নমুনা পরীক্ষা হয়েছে। মোট পরীক্ষা হয়েছে ২১ লক্ষ ৫৮ হাজার ৬৯০।

এদিনই বাংলা-সহ ৬ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যসচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। করোনার প্রকোপ বেশি - দেশের এমন ৩৫টি জেলার পরিস্থিতি নিয়ে কথা হয়। এই জেলাগুলির মধ্যে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা আছে। সংক্রমিত এলাকায় যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রাখতে পদক্ষেপ করার কথা বলেছে কেন্দ্র।