কলকাতা: রাজ্যজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে শাসক দল। লাল ডায়েরিতে নাম উঠছে গুন্ডাদের। নিশ্চিহ্ন হবে তৃণমূল। হুঁশিয়ারি দিল বিজেপি। একাধিকবার বিভিন্ন সভা থেকে সারদা ও নারদকাণ্ডে তৃণমূল নেতাদের জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির একাধিক নেতা।


এবার নয়া হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। আলিপুরদুয়ারে তিনি শনিবার বলেন, তৃণমূল আতঙ্ক ছড়াচ্ছে। যত গুন্ডাগিরি করবে, তত বিস্তার লাভ করবে বিজেপি। তাঁকে প্রশ্ন করা হয়, আপনি নাকি বলেছেন, যারা গুন্ডামি করছে, তাদের নাম লাল ডায়েরিতে লিখে রাখতে? হ্যাঁ বলেছি, নোট করে রাখতে। পরে ব্যবস্থা নেওয়া হবে, যেমন যোগী সরকার নিচ্ছে।

কৈলাসের হুঙ্কারের পাশাপাশি, তখন কলকাতা সিদ্ধার্থনাথ সিংহের গলায় ফের পুরনো হুঁশিয়ারি। তিনি বলেছেন, ২০২১-এ 'ভাগ মমতা ভাগ' হবেই। ২০২১-এ বাংলায় পরিবতর্ন অবশ্যম্ভাবী। ২০১৯-এই তৃণমূলের হাল খারাপ হবে। এটা বুঝেই বিরোধী জোটে নাম লিখিয়েছেন মমতা। বাংলায় একমাত্র বিকল্প বিজেপি। প্রতিহিংসার রাজনীতি করছে তৃণমূল। তবে বিজেপি নেতার দাবিকে কটাক্ষ করে তৃণমূল বলেছে, এ স্রেফ আকাশকুসুম কল্পনা।

সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে তুঙ্গে বিজেপি-তৃণমূল তরজা।