উমেশ তামাঙ্গ, কালিম্পং : দুই ব্যক্তিকে খুন করার অভিযোগে রাজাকুমার সুব্বা (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কালিম্পং থানার পুলিশ। মৃত ব্যক্তিদের নাম রঞ্জিৎ বিশ্বাস ও ছোটন সরকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কালিম্পং তিস্তা অঞ্চলে রঞ্জিৎ ও ছোটন নামে ওই দুই ব্যক্তিকে হত্যা করে রাজাকুমার। তার হামলায় প্রবাল প্রধান ও সঞ্জয় বিশ্বাস নামে দুই ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। নিহত দুই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য কালিম্পং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


ঠিক কী ঘটেছিল? পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজাকুমার নামে ওই ব্যক্তি গলি খোলা এলাকার বাসিন্দা। তিনি প্রবাল প্রধান নামে এক ব্যক্তির বাড়িতে গত এক বছর ধরে ভাড়া থাকতেন। মৃত দুই ব্যক্তি রঞ্জিৎ ও ছোটন শ্রমিকের কাজ করতেন। তাঁরা দু’জনও রাজাকুমারের সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকতেন। ওই বাড়ির মালিক প্রবাল জানিয়েছেন, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ হঠাৎই ছুরি নিয়ে তাঁদের উপর চড়াও হন রাজাকুমার। তাঁর হামলায় রঞ্জিৎ ও ছোটনের মৃত্যু হয়। আহত হয়েছেন প্রবাল ও সঞ্জয়। কিন্তু কী কারণে তাঁর উপর হঠাৎই হামলা চালাল ওই ব্যক্তি, সেটা তিনি বুঝতে পারছেন না বলে জানিয়েছেন বাড়ির মালিক।


এই ঘটনা প্রসঙ্গে ডিএসপি বিনোদ ছেত্রী জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জেরা করা হচ্ছে। তিনি কী কারণে হঠাৎ দুই ব্যক্তিকে খুন করলেন, সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পুরনো কোনও শত্রুতা ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।


অন্যদিকে, উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকার আটপুকুর অঞ্চলের উচিলদহ গড় গ্রামের বুড়ি নদীর চড়ে থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন গ্রামবাসীরা। ওই ব্যক্তির দুই হাতে সার্জক্যাল গ্লাভস এবং পরনে নীল শার্ট এবং কালো প্যান্ট ছিল বলে পুলিশ সূত্রের খবর। মৃত ব্যক্তির মুখ ও নাকের বিভিন্ন জায়গায় রক্তের দাগও পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে।