কালিম্পং: ১৪ ফেব্রুয়ারি দিনটা কালিম্পঙের। নতুন জেলার জন্ম ঘিরে সকাল থেকে ছিল আবেগ-উন্মাদনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আজকের দিনটা কালিম্পঙের। কিছুক্ষণ পরই জেলাশাসকের ঘোষণা, রাজ্যের ২১তম জেলা হল কালিম্পং। এরপরই বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বাজি ফাটানো হয়, বেলুন ওড়ানো হয়। নতুন জেলা কালিম্পঙের জন্য এ দিন একাধিক প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি আশ্বাস দেন, উন্নয়ন তরান্বিত হবে। রাস্তা, পানীয় জল-সহ একাধিক প্রকল্পের ঘোষণা করেন তিনি।
মঙ্গলবারও নাম না করে গোর্খা জনমুক্তি মোর্চার সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দেন পাহাড়বাসীকে। বলেন, উন্নতি চাই কালিম্পঙের। উন্নতি চাই পাহাড়ের। কাউকে আগুন জ্বালাতে দেবেন না। এটা আমার নতুন বেবি। টেক কেয়ার। কালিম্পঙের জনসংখ্যা ২ লক্ষ ৫৬ হাজার। নতুন এই জেলায় থাকবে ৬টি ব্লক। আটটি থানা।
পর্যবেক্ষকদের একাংশের মতে, পৃথক মর্যাদা পাওয়ায় মোর্চার গোর্খাল্যান্ড আন্দোলন অনেকটাই ভোঁতা হবে। যে কারণে একসময় মোর্চার এর বিরোধী ছিল। কিন্তু, পাহাড়বাসীর আবেগের কথা মাথায় রেখে বাধ্য হয়েছে এই সিদ্ধান্ত মেনে নিতে যা পাহাড়ে রাজনীতিতে তৃণমূলকে বেশ কয়েক কদম এগিয়ে দিল।
পাহাড়ে নতুন জেলার স্বীকৃতি পেল কালিম্পং, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Feb 2017 02:33 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -