রাণা দাস, কালনা: মদ্যপানে বাধা দিয়েছিল মা আর তাতেই বিপত্তি। ঘুম থেকে তুলে অসুস্থ বাবাকে পিটিয়ে খুন করল ছেলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কালনার বুলবুলিতলার কাকুরিয়া পঞ্চায়েতের মেদগাছি গ্রামে। জানা গিয়েছে, বুধবার দুপুর ৩ টে নাগাদ মদ খেয়ে বাড়ি ফেরেন অভিযুক্ত বিশ্বজিৎ হালদার। আর এর পরেই বাড়িতে অশান্তি শুরু হয়।
ছেলের জন্য খাবার নিয়ে তখন অপেক্ষা করছিলেন মা। ছেলেকে মদ্যপ অবস্থায় দেখে, মদ্যপানে কারণ জানতে চান মা। হঠাৎই মা-কে বেধড়ক মারধর করতে শুরু করে ছেলে।এমনকি মায়ের গলায় হাঁসুয়া ধরে মারতেও যায় অভিযুক্ত। প্রাণভয়ে বাড়ি থেকে পালিয়ে যান মা। এর পর রাগ সামলাতে না পেরে ঘুমন্ত বাবাকে খাট থেকে তুলে মারধর শুরু করে ছেলে বিশ্বজিৎ। ছেলের মারে গুরুতর অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান বৃদ্ধ বাবা।
মাঝরাতে চিৎকার চেঁচামেচি শুনে বাড়িতে চলে আসেন প্রতিবেশীরা। তাঁরাই বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে মধুপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে বৃদ্ধকে নিয়ে যাওয়া হয়, কালনা মহকুমা হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় অভিযুক্ত ছেলে অভিজিৎ হালদারকে গ্রেফতার করেছে পুলিশ।