উত্তর ২৪ পরগনা: গিয়েছিলেন পদ্ম হাতে। ফিরলেন খালি হাতে। দিলীপ ঘোষ কামদুনিতে গিয়ে টুম্পা-মৌসুমীর হাতে পদ্ম ধরালেন ঠিকই। কিন্তু, তাঁরা কেউই পদ্ম-তলে আসলেন না! পঞ্চায়েত ভোটের আগে সংগঠনের জোর বাড়াতে বিস্তারক অভিযান শুরু করছে বিজেপি। বুধবার উত্তর ২৪ পরগনার কামদুনিতে এই অভিযানের সূচনা করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাৎপর্যপূর্ণভাবে তিনবছর আগে এদিনই কামদুনির সেই কলেজ ছাত্রীকে ধর্ষণ ও খুন করা হয়। সেই ঘটনার প্রেক্ষিতেই প্রতিবাদী মুখ হিসেবে উঠে আসেন এই গ্রামের দুই সাধারণ মেয়ে। টুম্পা ও মৌসুমী। এদিন তাঁদের বাড়ি যান দিলীপ ঘোষ। হাতে তুলে দেন পদ্মফুল।
বিজেপিতে যোগ দিলেন না কামদুনির টুম্পা-মৌসুমী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Jun 2017 08:18 PM (IST)