মুর্শিদাবাদ: ফের সালিশি সভার মাতব্বরি!
বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগে মুর্শিদাবাদের নওদায় সালিশি সভা ডেকে মহিলার জরিমানা। টাকা না পাওয়ায় চুল কেটে হেনস্থার অভিযোগ মোড়লদের বিরুদ্ধে। এবিপি আনন্দর খবরের জেরে গ্রেফতার এক। এখনও অধরা ৭।
ঘটনাস্থল মুর্শিদাবাদের নওদার চাঁদপুর। স্থানীয় সূত্রে খবর, নদীয়ার বাসিন্দা এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল স্থানীয় এক মহিলার। কয়েকদিন আগে ওই যুবকের সঙ্গে চলে যান তিনি। পরে ফিরেও আসেন। এ কথা জানাজানি হতেই মহিলার ওপর নানা রকম নির্যাতন শুরু করেন গ্রামবাসীরা। রবিবার রাতে গ্রামের লোকেরা তাঁর বাড়িতে চড়াও হন। সে রাতেই মহিলার বাড়িতে বসানো হয় সালিশি সভা। ৬ হাজার টাকা জরিমানা করেন মোড়লরা। মহিলার অভিযোগ, টাকা দিতে না পারায় স্বামীকে দিয়েই মাথার চুল কেটে দেওয়া হয়।
শুধু তাই নয়, সালিশি সভার কথা জানাজানি হলে আরও অত্যাচার চালানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
বুধবার এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হওয়ার পরই নির্যাতিতার বাড়ি যায় নওদা থানার পুলিশ। দায়ের হয় লিখিত অভিযোগ। এরপরই একজনকে গ্রেফতার করে পুলিশ। আরও সাতজনের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
এই প্রথম নয়, এর আগেও মুর্শিদাবাদে সালিশি সভা বসিয়ে নিদান দেওয়ার অভিযোগ উঠেছে। গত ২৫ মার্চ, জিয়াগঞ্জে এক কিশোরীকে চকোলেটের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। অভিযোগ, সালিশি সভা ডেকে মিটমাটের চেষ্টা করা হয়। পরে অভিযোগ পেয়ে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে।
এবার বিবাহ বহির্ভুত সম্পর্কের অভিযোগে মোড়লদের মাতব্বরির অভিযোগ নওদায়।
বিবাহ-বহির্ভূত সম্পর্ক! সালিসিসভার ‘ফতোয়া’য় জরিমানা, না মেলায় চুল কাটা হল মহিলার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Oct 2016 06:35 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -