কলকাতা: জনপরিষেবায় বিশেষ কৃতিত্বের জন্য রাজ্যের কন্যাশ্রী প্রকল্প পেয়েছে রাষ্ট্রপুঞ্জের শ্রেষ্ঠত্বের শিরোপা, ‘ইউ এন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’।
সরকারের সিদ্ধান্ত, রাজ্যের প্রকল্পের এই স্বীকৃতি ঠাঁই পাবে স্কুলপাঠ্যে। এর জন্য রাজ্য সিলেবাস কমিটির তরফ থেকে একটি খসড়া জমা দেওয়া হয় সরকারের কাছে। সেই খসড়ায় অনুমোদন করেছে সরকার।
সোমবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ওরা প্রস্তাব দিয়েছিল। অনুমোদন করে দিয়েছি। সিলেবাসে আসছে।
খসড়া রিপোর্ট বলছে, পঞ্চম বাদে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কন্যাশ্রীর স্বীকৃতি আসছে ‘স্বাস্থ্য ও শারীরশিক্ষা’ বইতে। পঞ্চম শ্রেণির ‘আমাদের পরিবেশ’ বইতে থাকবে সেই স্বীকৃতির কথা। মাধ্যমিক স্তরে থাকবে আদর্শ রচনা হিসেবে। প্রকল্প হিসেবে উচ্চমাধ্যমিক স্তরে।
এখন বিভিন্ন ক্লাসের সিলেবাসে রয়েছে কন্যাশ্রী প্রসঙ্গ। সেখানেই যুক্ত হচ্ছে রাষ্ট্রসঙ্ঘের স্বীকৃতির কথা।
আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলপাঠ্যে কন্যাশ্রী, সিলেবাস কমিটির প্রস্তাবে সিলমোহর রাজ্যের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Aug 2017 10:27 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -