কার দখলে গ্রাম বাংলা, পঞ্চায়েত নির্বাচনের সেরা কভারেজ শুধুমাত্র এবিপি আনন্দে
Web Desk, ABP Ananda | 04 May 2018 09:09 PM (IST)
গ্রাম বাংলায় অটুট তৃণমূলের গড়? ঘাসফুলের জমিতে ফুটবে পদ্ম? না, হারানো জমি পুনরুদ্ধারে ঘুরে দাড়াবে সিপিএম? একেবারে গ্রাউন্ড জিরোর হাল হকিকত জানতে দেখুন এবিপি আনন্দ কার দখলে গ্রাম বাংলা, এই পঞ্চায়েত নির্বাচনের সেরা কভারেজ শুধুমাত্র এবিপি আনন্দে।