বাংলাদেশে ধৃত খাগড়াগড়কাণ্ডে জড়িত জঙ্গি নাসিরুল্লা, জানাল এনআইএ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Jul 2017 02:59 PM (IST)
কলকাতা: বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশে ধৃত ফেরার জঙ্গি। এনআইএ সূত্রে এ কথা জানা গেছে। ধৃত নাসিরুল্লাকে গ্রেফতারের পর বাংলাদেশ পুলিশ যোগাযোগ করে এনআইএর সঙ্গে।এনআইএর একটি দল দ্রুত যাচ্ছে বাংলাদেশ। খাগড়াগড় বিস্ফোরণের পর থেকেই ফেরার ছিল নাসিরুল্লা।জঙ্গি সংগঠন জামাতের নেতা নাসিরুল্লা। নাসিরুল্লার মাথার দাম ধার্য ছিল ১০ লক্ষ টাকা