মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর কোতোয়ালি থানার গুড়গুড়িপালে বালিভর্তি লরির ধাক্কায় এক বাইক-আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে গতকাল রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। পরপর ১১টি বালিভর্তি লরিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আজ পরিস্থিতি থমথমে। নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, তার জন্য এলাকায় টহল দিচ্ছে কোতয়ালি থানার পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক করে তোলার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রের খবর, গতকাল সন্ধেয় ঝাড়গ্রাম-মেদিনীপুর সড়কে এক বাইক আরোহীকে ধাক্কা মারে একটি বালি বোঝাই ট্রাক। গুরুতর জখম অবস্থায় বাইক আরোহীকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯ টা নাগাদ তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পরই রাস্তা অবরোধ করেন উত্তেজিত স্থানীয় বাসিন্দারা। স্তব্ধ হয়ে যায় গাড়ি চলাচল। দুর্ঘটনাগ্রস্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থাকা ২০ টি ট্রাকে আগুন লাগিয়ে দেওয়া হয়।
পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, ২০ টি বালিভর্তি ট্রাকে আগুন ক্ষুব্ধ জনতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jul 2017 09:22 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -