স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, পুরনো এই সেতুটির দীর্ঘদিন কোনও সংস্কার হয়নি, জরাজীর্ণ অবস্থা ছিল। সম্প্রতি বন্যা প্রতিরোধে কানা দামোদর নদী সংস্কার করা হয়, সে সময় প্রচুর মাটি তোলা হয়। মূলত মাটি সরে ভিত আলগা হয়ে যাওয়ার কারণেই সেতুটি ধসে পড়ে বলে এলাকার মানুষ মনে করছেন। জগৎবল্লভপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু, প্রাণহানির খবর নেই, দেখুন সেই ভিডিও
ABP Ananda, Web Desk | 10 Apr 2018 10:18 AM (IST)
হাওড়া: হাওড়ার জগৎবল্লভপুরে তাসের ঘরের মতো ভেঙে পড়ল খাড়াপাড়া সেতু। আজ সকাল ৬টা ১০ মিনিটে কানা দামোদর নদীর উপর তৈরি ১০০ ফুট লম্বা ও ১৫ ফুট চওড়া এই সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। দেখুন ভিডিওটি