দেখুন ভিডিওটি
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, পুরনো এই সেতুটির দীর্ঘদিন কোনও সংস্কার হয়নি, জরাজীর্ণ অবস্থা ছিল। সম্প্রতি বন্যা প্রতিরোধে কানা দামোদর নদী সংস্কার করা হয়, সে সময় প্রচুর মাটি তোলা হয়। মূলত মাটি সরে ভিত আলগা হয়ে যাওয়ার কারণেই সেতুটি ধসে পড়ে বলে এলাকার মানুষ মনে করছেন।