হাওড়া: ‘পোকেমন গো’-গেমের নেশায় বড়দের মতো বুঁদ ছোটরাও!
এই জাপানি কার্টুনের জনপ্রিয়তাকে কি এবার টোপ হিসেবে ব্যবহার করছে অপহরণকারীরা? হাওড়ার একটি ঘটনায় সামনে এল এমনই চাঞ্চল্যকর তথ্য!
শনিবার বিকেল থেকে খোঁজ মিলছিল না বনবিহারী বোস রোডের বাসিন্দা ন বছরের এক বালকের। রাতে হাওড়া থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে অপহরণের অভিযোগ দায়ের করে পরিবার।
এদিকে রাতে রুটিন তল্লাশির সময় মুম্বইগামী একটি ট্রেনে একটি বালককে কাঁদতে দেখে সন্দেহ হয় হাওড়া জিআরপির। বালকের সঙ্গে পুলিশকর্মীরা যখন কথা বলছিলেন, সেই সময় পালিয়ে যায় সঙ্গে থাকা যুবক।
বালককে উদ্ধার করে রেল পুলিশ। জানা যায় ওই বালককেই অপহরণের জন্য বনবিহারী বোস রোড থেকে তুলে আনা হয়েছিল।
বালককে ফিরে পাওয়ায় পরিবারে খুশির হাওয়া। কিন্তু তদন্তে উঠে আসা তথ্যে চিন্তার ভাঁজ পুলিশের কপালে! হাওড়ার পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহ জানিয়েছেন, ‘পোকেমন’ ধরে দেওয়ার কথায় ভুলিয়ে বাড়ি থেকে এনে, মুম্বইগামী ট্রেনে তোলা হয়েছিল বালকটিকে।
বালক টোপ গিললেও, শেষমেষ অবশ্য সফল হয়নি অপহরণকারীর চেষ্টা।