কম ভোটের এলাকা থেকে আইটিআই কলেজ সরানোর ঘোষণা করে বিতর্কে মন্ত্রী স্বপন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jul 2016 02:59 PM (IST)
বর্ধমান: ভোট পাননি, তাই আইটিআই কলেজও হবে না! ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রীর এই ঘোষণা ঘিরে বিতর্ক তুঙ্গে। কালনা এক নম্বর ব্লকের আইটিআই কলেজটি হওয়ার কথা ছিল কাঁকুড়িয়াতে। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁকুড়িয়া পঞ্চায়েত এলাকায় সাতশো ভোটে পিছিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। এই প্রেক্ষাপটে শনিবার কাঁকুড়িয়ার পরিবর্তে বেদপুরে আইটিআই কলেজ তৈরির কথা ঘোষণা করে দেন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, ১৭ কোটি টাকা দিয়ে তো সাতশো হল, পিছিয়ে গেলাম। মমতার মুখ মনে পড়ল না। কাঁকুড়িয়াতে কিছু না করলে বোধহয় বেশি সমর্থন পাব। করে আর কিছু পাওয়া যাবে না, এটুকু বুঝে গেছি। অতএব ওইখানেই স্টপ। আমি পরিষ্কার বলতে চাই, এই দুঃখে কাঁকুড়িয়াতে আইটিআই কলেজ হবে না, হবে বেদপুরে। মন্ত্রীর এই ঘোষণাকে তীব্র কটাক্ষ করেছেন সিপিএমের বর্ধমান জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক। তিনি বলেন, এককথায় উলঙ্গ দলতন্ত্র চলছে। দলনেত্রী যতই বলুন রাজ্যের উন্নয়ন করতে হবে। মন্ত্রী বুঝিয়ে দিলেন, যেখানে বিরোধীরা আছে, সেখানে উন্নয়ন হবে না। বিরোধীদের ভয় দেখানো হচ্ছে। শুধু ঘোষণা করাই নয়, স্বপন দেবনাথ এও জানিয়ে দিয়েছেন, বেদপুরে আইটিআই কলেজ তৈরির জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে নথিপত্র জমাও পড়ে গিয়েছে।