জলপাইগুড়ি: নামটা এমনই, যে শুনলে শিড়দাঁড়া বেয়ে ঠাণ্ডা স্রোত বয়ে যায়!কয়েকদিন ধরে এই ‘কিং কোবরা’র আতঙ্কেই ঘুম উড়েছিল জলপাইগুড়ি মেটলি ব্লকের ইন্ডং বনবস্তির বাসিন্দাদের! পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল অনেকেই কার্যত বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিলেন। আসরে নেমেছিল বন দফতর। কিন্তু সে ছিল ধরাছোঁয়ার বাইরে! অবশেষে বুধবার সকালে তার দেখা মেলে একটি বাঁশঝাড়ে! বন দফতর সূত্রে খবর, তাড়া খেয়ে ঘোরাঘুরি করার ফলে কিং কোবরাটি অসুস্থ হয়ে পড়েছে। চিকিৎসার জন্য সাপটিকে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সুস্থ হলে গরুমারা অভয়ারণ্যে ছাড়া হবে। মেটলি ব্লকে গত কয়েক মাসে ১৫-২০টি সাপ উদ্ধার হয়েছে। কিং কোবরার পাশাপাশি তালিকায় রয়েছে দাঁড়াশ এবং অজগরও। সর্ব বিশেষজ্ঞদের মতে, শীতকাল হওয়ায়, উষ্ণতা ও খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ছে সাপগুলি। তার জেরেই ছড়াচ্ছে আতঙ্ক!