দেরিতে ট্রেন চলার অভিযোগে গুসকরা স্টেশনে যাত্রীদের অবরোধ, বন্ধ বর্ধমান-রামপুহাট শাখার রেল পরিষেবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Dec 2017 09:25 AM (IST)
বর্ধমান: দেরিতে ট্রেন চলার অভিযোগে পূর্ব বর্ধমানের গুসকরা স্টেশনে নিত্যযাত্রীদের অবরোধ। অবরোধের জেরে বর্ধমান-রামপুরহাট শাখার লুপ লাইনে বন্ধ পরিষেবা। সকাল ৮টা নাগাদ ডাউন বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার গুসকরা স্টেশনে পৌঁছলে নিত্যযাত্রীরা লেভেল ক্রসিং-এর কাছে অবরোধ শুরু করেন। ফলে ওই স্টেশনেই আটকে পড়েছে আপ গণদেবতা এক্সপ্রেস। রেল গেট বন্ধ থাকায় গুসকরা-মানকর এবং গুসকরা-আউশগ্রাম রাস্তাও অবরুদ্ধ হয়ে পড়েছে। নিত্যযাত্রীদের অভিযোগ, বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার প্রতিদিনই দেরিতে চলছে। অন্যদিকে কুয়াশার কারণে ট্রেন ঠিক সময়ে চালানো যাচ্ছে না বলে দাবি রেল কর্তৃপক্ষের।