পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ভোটের মুখে একবালপুর থানা এলাকা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে পিস্তলের কার্তুজ। 


ঘটনায় লালবাজারের গুন্ডাদমন শাখা গতকাল রাতে গ্রেফতার করেছে একবালপুরের বাসিন্দা দুই যুবককে। ধৃতদের নাম শেখ গিয়াসুদ্দিন ও আমির খান।  


পুলিশ সূত্রে দাবি, ধৃতদের কাছ থেকে ১০৮টি কার্তুজ মিলেছে।  তার মধ্যে রয়েছে সেভেন এমএম পিস্তলের ৮৯টি কার্তুজ এবং নাইন এমএম কার্তুজের ১৯টি কার্তুজ।


পুলিশের সন্দেহ, কাউকে পাচারের জন্য ওই কার্তুজ মতুজ করা হয়েছিল। 


পাশাপাশি, আরেকটি তল্লাশিতে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে কলকাতা পুলিশ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।


গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত ৯টা নাগাদ বেনিয়াপুকুর থানা সংলগ্ন সুন্দরীমোহন অ্যাভিনিউ থেকে মোমিনপুরের বাসিন্দা মহম্মদ গিয়াসুদ্দিনকে পাকড়াও করে পুলিশের গোয়েন্দা বিভাগ। তার কাছ থেকে ৮টি প্লাস্টিকের ব্যাগ ভর্তি প্রায় ৪ কেজি পরিমাণ চরস উদ্ধার হয়। 


মাদক বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার করা হয় ওই যুবককে। তদন্ত হস্তান্তর করা হয়েছে পুলিশের নারকোটিক্স ডিভিসনকে। 


এর আগে, গত ১৯ তারিখ, উত্তর ২৪ পরগনার হাবড়ায় বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।  ৬টি তাজা বোমা সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।  পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে হাবড়ার প্রফুল্লনগর এলাকা থেকে শফিক মণ্ডল নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়।  তার বাড়ি অশোকনগর এলাকায়।  তবে পুলিশ সূত্রে দাবি, ওই দুষ্কৃতীর বিরুদ্ধে আগে নানা অভিযোগ উঠলেও সে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়।   


তার আগে, গত ১৪ তারিখ হাবড়ায় অস্ত্র-সহ গ্রেফতার এক দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে লক্ষ্মীপুল হাটখোলা এলাকায় হানা দেয় পুলিশ। গ্রেফতার করে আলি হোসেন নামে এক দুষ্কৃতীকে। বিড়ার বাসিন্দা ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। 


আগের দিন, অর্থাৎ ১৩ তারিখ, ভোটের আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক। একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল যৌথ অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ ও সামশেরগঞ্জ থানার পুলিশ।


চাঁদপুর ব্রিজের কাছে নাকা তল্লাশিতে মুঙ্গেরের বাসিন্দা টেম্পু মণ্ডলকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ১০ কেজি বিস্ফোরক। আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক মুঙ্গের থেকে আনা হয়েছিল কিনা, কোথায় পাচার করা হচ্ছিল খতিয়ে দেখছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রুজু হয়।