আরও নামল পারদ,দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Dec 2019 10:49 AM (IST)
আরও নামল পারদ। আজ কলকাতায় এ মরশুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সব মিলিয়ে জাঁকিয়ে ঠাণ্ডা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি।
কলকাতা: আরও নামল পারদ। আজ কলকাতায় এ মরশুমের শীতলতম দিন। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সব মিলিয়ে জাঁকিয়ে ঠাণ্ডা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা নামতে পারে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা। তার ফলে কমতে পারে দৃশ্যমানতা। একনজরে দেখে নেওয়া যাক বিভিন্ন জেলায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা- দার্জিলিং ৪.৬, কালিম্পং ৫.৫, কোচবিহার ৯.১, জলপাইগুড়ি ১০.৭, শিলিগুড়ি ৯.৫, মালদা ১০.৬, আসানসোল ৯.৩, হুগলি ১১, বাঁকুড়া ৮,পুরুলিয়া ৭.৪,ব্যারাকপুর ১০.৪, বহরমপুর ১০, বর্ধমান ৯, ক্যানিং ১১, কাঁথি ৯,ডায়মন্ডহারবার ১০.৭, দিঘা ১০.৩,দমদম ১১.১, হলদিয়া ১১.৬, কলাইকুন্ডা ৯.৪, মেদিনীপুর ১০.১, পানাগড় ৮.৫, শ্রীনিকেতন ৬.৯।