কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ : বুধবার দুপুরে ঘোষণা হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষাসূচি। তার আগে, রাজ্য সরকারের নির্দেশ মতো, মঙ্গলবার থেকে খুলে গেল বইপাড়া। শুরু হল বিক্রিবাট্টা। তবে, কতটা লাভবান হবেন, তা নিয়ে সংশয় ব্যবসায়ীদের।


সোমবারই, কার্যত লকডাউনের বিধি-নিষেধে কিছু নিয়ম শিথিল করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দুপুর ১২ টা থেকে ৩টে খোলা থাকবে বাইপাড়া সহ সমস্ত খুচরো সামগ্রীর দোকান।  সেই মতো, মঙ্গলবার বেলা ১২টা থেকেই দেখা যায়, একটু একটু করে জেগে উঠছে বইপাড়া, ঝাঁপ খুলছে একের পর এক দোকানের।


সামনেই পরীক্ষা। বইপাড়া খুলতেই, বই কিনতে চলে এসেছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। কেউ বই কিনতে পার্ক সার্কাস থেকে হেঁটে চলে এসেছেন কলেজস্ট্রিট, কেউ আবার বাইকে চেপেই হাজির বইপাড়ায়। যদিও ট্রেন-বাস বন্ধ। এই সময় বইপাড়া খুললেও, ব্যবসায় কতটা লাভের মুখ দেখবেন, তা নিয়ে সন্দিহান বই বিক্রেতারা। যদিও বেশ কিছুদিনের কড়া বিধিনিষেধের শেষে ফের একবার দোকান খোলার ছাড়পত্র পেয়ে অবশ্য খুশি অনেকেই। তাদের প্রত্যাশা, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে। তার আগে পর্যন্ত যে লাভের মুখ যে সেভাবে দেখা যাবে না, সেটা ভেবে আবার অল্প হতাশও।


এদিকে, জুলাইয়ের শেষে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক হবে অগাস্টের দ্বিতীয় সপ্তাহে। রবিবারই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এপ্রসঙ্গে, মঙ্গলবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, বুধবার দুপুর ২টোয়, পর্ষদ ও সংসদ একসঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষাসূচি ঘোষণা করবে। সেই সঙ্গে কীভাবে পরীক্ষা হবে, খাতা দেখাই বা কী করে হবে, তাও বিস্তারিতভাবে জানাবে সংসদ।


মঙ্গলবারই সন্ধেয় কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে চলতি বছরের সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিল করার কথা। আইএসসিও বাতিল হওয়ার কথা ঘোষণা হয়েছে। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল সিবিএসই দশম ও আইসিইসই-র পরীক্ষা হবে না। যদিও রাজ্য সরকারের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল বেশ কিছু বদল সঙ্গী করেই হবে এবারের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক।


 


 


 


 


Education Loan Information:

Calculate Education Loan EMI