কলকাতা: করোনা রোগীর মৃতদেহ সৎকার নিয়ে বাড়ছে হয়রানি। এই পরিস্থিতিতে কলকাতা ও গ্রামীণ এলাকার জন্য নোডাল অফিসার নিয়োগ করল রাজ্য সরকার। করোনা রোগীর দেহ সৎকার ও সমাধিস্থ করতে মোট ৪৬৬ জন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। জানা গিয়েছে, এর মধ্যে কলকাতা-সহ পুর এলাকার জন্য ১২৪ জন নোডাল অফিসার থাকবে। পাশাপাশি গ্রামীণ এলাকার জন্য ৩৪২ জন নোডাল অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। 


প্রত্যেক নোডাল অফিসারের নাম ও ফোন নম্বর জানিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। সরকারিভাবে জানানো হয়েছে, করোনায় মৃত ব্যক্তিদের জন্য শববাহী গাড়ি ও তাঁদের শেষকৃত্যের সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। শুধু সংশ্লিষ্ট করোনা রোগীর ডেথ সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে। 


কয়েকদিন আগেই নবান্ন সূত্রে জানানো হয়েছিল, মৃত্যুর ৩ ঘণ্টার মধ্যে দেহ সৎকার বাধ্যতামূলক করা হয়েছে। কাজেই রাজ্যে করোনায় মৃতদের দেহ সৎকারে প্রত্যেক পুরসভায় নোডাল আধিকারিক নিয়োগ করবে রাজ্য সরকার। এবার এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।  করোনা রোগীর মৃত্যুর পর দেহ নিয়ে পরিবারের হয়রানির একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। কোথাও ১২ ঘণ্টা, কোথাও আবার ১০ ঘণ্টা। 


বহু পরিবার অভিযোগ করেছেন ঘণ্টার পর ঘণ্টা দেহ পড়ে থাকছে বাড়িতে, পুলিস বা পুরসভার কেউ সেই দেহ সৎকারে সাহায্য করছেন না। এবার এই সমস্যার সমাধান হবে বলেই আশাবাদী রাজ্য। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট নোডাল অফিসারদের সঙ্গে যোগাযোগ করলেই তাঁরা শেষকৃত্যের ব্যবস্থা করবেন বলে জানানো হয়েছে। মৃত করোনা রোগীর সৎকারের সময়ে তাঁর সঙ্গে ৫ জন আত্মীয় থাকতে পারবেন। তাদের PPE ও মাস্ক দেবে সরকার। 


উল্লেখ্য, এর আগেই ডেথ সার্টিফিকেট সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। জানানো হয়, এবার সরাসরি ধাপা থেকেই ডেথ সার্টিফিকেট ইস্যু করবে কলকাতা পুরসভা। ধাপাতে এসডব্লুএম-এর (SWM) একটি ঘর নিয়েছে স্বাস্থ্য বিভাগ। সেখান থেকেই সব কাজ হবে।