সৌভিক মজুমদার, কলকাতা: আজ কলকাতা হাইকোর্টে (Kolkata Highcourt) পুরভোট (Municiplity Vote) মামলার রায়। তার আগে বিজেপির (BJP) তরফে দেওয়া লিখিত বক্তব্য গ্রহণ করল না আদালত (Kolkata Highcourt)। নির্দেশনামা তৈরি হয়ে গিয়েছে, জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 


রাজ্যের (West Bengal) সব পুরভোট (Municipality Vote) কি একসঙ্গে হবে? সব পুরভোট একসঙ্গে না হলেও, ভোটের গণনা কি একসঙ্গে করা সম্ভব? এইসব প্রশ্নের উত্তর মিলতে পারে কিছুক্ষণ পরেই। 


কারণ আজই পুরভোট (Municipality Vote) মামলার রায় দেবে কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt Verdict)।  ইতিমধ্যেই নির্দেশনামা তৈরি হয়ে গিয়েছে। জানিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। 


সব পুরসভার ভোট একসঙ্গে করার দাবিতে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। সেইসব মামলাই একত্রে শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এর আগে বিজেপির তরফে প্রশ্ন তোলা হয়, ২০১৫-য় একসঙ্গে ৯১টি পুরসভার নির্বাচন হলেও, এবার সব পুরভোট করতে সমস্যা কোথায়? 


১০ ডিসেম্বর, শেষ শুনানির দিন, আদালত জানতে চায়, মেয়াদ উত্তীর্ণ পুরসভাগুলির ভোট কবে হবে? উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান, কোন পুরভোট কবে হবে, তার পরিকল্পনা এখনও হয়নি। ১৯ ডিসেম্বরের পর বাকি ভোটের দিনক্ষণ জানাতে পারবে রাজ্য। মে মাসের মধ্যে ভোট করাতে না পারলে রাজ্য নিজেই আদালতকে জানাবে। 


এরপর সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিজেপির (BJP) আইনজীবী আবেদন করে বলেন, এই মামলায় আমরা এতদিন যা সওয়াল করেছি, তার একটা লিখিত প্রতিলিপি আদালতে জমা দিতে চাই। 


তখন প্রধান বিচারপতি জানান, এই লিখিত প্রতিলিপি তাঁদের আর কোনও কাজে আসবে না। কারণ এই মামলার নির্দেশনামা তৈরি হয়ে গিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় মামলার রায় ঘোষণা করা হবে। ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। তার চারদিন আগে পুরভোট মামলার রায় ঘোষণা করবে আদালত।