কলকাতা: মোবাইল ফোনে গেম খেলার বিভিন্ন অপকারিতার কথা বারবার বলে থাকেন বিশেষজ্ঞরা। এবার তার আরও একটি মর্মান্তিক ফল সামনে এল সোমবার। মোবাইলে গেম খেলা নিয়ে বচসার জেরে ‘খুন’ হতে হল এক নাবালককে!
ঘটনাটি গড়িয়াহাটের। নাবালকের হাতে নাবালক ‘খুন’ হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, বচসা চলাকালীন পেটে লাথি মারা হয়। আর তাতেই এক নাবালকের মৃত্যু হয়। জানা গিয়েছে, মোবাইল ফোনে গেম খেলা নিয়ে বচসা বাধে দুজনের। কাচ লাগানো নিয়েও দু’জনের মধ্যে বচসা হয়। বচসা চলাকালীন মারধরে মৃত্যুর অভিযোগ। অভিযুক্ত নাবালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল ফোনে গেম খেলা নিয়ে বচসা! গড়িয়াহাটে নাবালকের হাতে নাবালক ‘খুন’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Sep 2020 05:33 PM (IST)
অভিযুক্ত নাবালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -