দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে বাড়ির সামনে বিজেপির মহিলা কর্মীকে গুলি,আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এসএসকেএমে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Sep 2020 02:52 PM (IST)
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে শ্যুটআউট। ডায়মন্ডহারবার পুলিশ জেলার অন্তর্গত বিষ্ণুপুর থানা এলাকার রঘুদেবপুরে বাড়ির সামনে বিজেপির মহিলা কর্মীকে গুলি।আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এসএসকেএমে।
দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে শ্যুটআউট। ডায়মন্ডহারবার পুলিশ জেলার অন্তর্গত বিষ্ণুপুর থানা এলাকার রঘুদেবপুরে বাড়ির সামনে বিজেপির মহিলা কর্মীকে গুলি।আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এসএসকেএমে।তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ।এখনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের। জখম বিজেপির মহিলা কর্মীর নাম রাধারানি নস্কর। বয়স ৩২। তিনি বিজেপির মহিলা মোর্চার সদস্য বলে জানা গেছে। পরিবারের সদস্যদের অভিযোগ, এদিন সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী পঞ্চানন নস্কর রাধারানিকে লক্ষ্য করে গুলি চালায় । রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাধারানি। তাঁকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যান। স্থানীয় বিজেপির অভিযোগ, ওই এলাকায় তাঁদের সংগঠন মজবুত হচ্ছিল। এতেই ভয় পেয়ে তৃণমূল এই হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগ সম্পর্কে তৃণমূলের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনা ঘিরে রঘুদেবপুরে উত্তেজনা ছড়িয়েছে। রাজনৈতিক কারণেই গুলি, নাকি নেপথ্যে অন্য কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।