কলকাতা: উত্তর ২৪ পরগনার জগদ্দলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম লুঠের কিনারা করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে এটিএমের দুই গাড়িচালককে।


২৬ অগাস্ট, শ্যামনগরের আতপুরে টাকা লুঠের ঘটনা ঘটে। অভিযোগ, টাকা ভরার সময়, ৮৫ লক্ষ টাকা লুঠ করে পালায় গাড়িচালক। পুলিশ সূত্রে খবর, টাকা লুঠের পর ভিন্ রাজ্যে পালিয়ে যায় অভিযুক্তরা। ২ লক্ষ টাকার মোটরবাইক ও লক্ষাধিক টাকার দুটি মোবাইল ফোন কেনে। এরপর অভিযুক্তরা রাজ্যে ফিরে বিভিন্ন জেলায় গা ঢাকা দেয়।

তদন্তে নেমে দিনকয়েক আগে গাড়িচালকের বন্ধুর বাড়ি থেকে খোয়া যাওয়া ৩ লক্ষ টাকা উদ্ধার হয়। গতকাল নদিয়ার গয়েশপুর থেকে দুই গাড়িচালক রাজ হালদার ও তন্ময় দে-কে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, খোয়া যাওয়া টাকার প্রায় পুরোটাই উদ্ধার হয়েছে।