কলকাতা : গত সপ্তাহের বৃষ্টির জলে নাজেহাল এখনও বেশ কিছু জেলা। বাঁধ থেকে জল ছাড়া ও নদীর জল ঢুকে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে হুগলির খানাকূল, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, হাওড়ার উদয়নারায়ণপুর প্রভৃতি এলাকা। গতকাল অবধি উত্তর ২৪ পরগণার পানিহাটিতে জল জমেছিল। গোদের ফর বিষফোঁড়া আবার গতকাল রাতের বৃষ্টি। তার জেরে জলে ভাসছে উত্তর কলকাতার বিভিন্ন এলাকা। এবিপি আনন্দের ক্যামেরার ধরা পড়ল তারই খণ্ডচিত্র। সোমবার রাতের বৃষ্টিতে উত্তর ও মধ্য কলকাতার বেশ কিছু জায়গায় জল জমেছে, জলমগ্ন আমহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া অঞ্চল। মহাত্মা গাঁধী রোডেরও বেশ কিছু জায়গায় হাঁটুজল।
সকালে গঙ্গায় জোয়ার চলছে। তার ফলে জল নামতে দেরি হওয়ার সম্ভাবনা প্রবল।
এরই মধ্যে আবার বৃষ্টির আশঙ্কা। আবহাওয়া দফতর জানাচ্ছে, কাল থেকে বৃষ্টি বাড়বে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আশঙ্কা। কলকাতায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে, পূর্বাভাস আবহাওয়া দফতরের।
Rain Waterlogging : সোমবার রাতের অবিরাম বৃষ্টিতে ভাসছে আমহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Aug 2021 08:39 AM (IST)
সোমবার রাতের বৃষ্টিতে উত্তর ও মধ্য কলকাতার বেশ কিছু জায়গায় জল জমেছে, জলমগ্ন আমহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া অঞ্চল
সোমবার রাতের অবিরাম বৃষ্টিতে ভাসছে আমহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
03 Aug 2021 08:39 AM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -