সুদীপ চক্রবর্তী, ইসলামপুর: জমি নিয়ে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষ আহত দু’পক্ষের আটজন। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ইসলামপুর থানার গাইসাল গ্রাম পঞ্চায়েতের অলিপুর গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত অক্টোবর মাসে ইসলামপুর থানার অলিপুর মৌজার জয়দেব মন্ডলের কাছ থেকে ১১ শতক জমি কিনে নেন বিজয় মন্ডল। দীর্ঘ ৪০ বছর জয়দেব মন্ডলের দখলে ছিল এই জমি। রবিবার সকালে প্রতিবেশী রবীন মন্ডল সেই জমিতে ঘর তৈরী করতে গেলে দু’পক্ষের সংঘর্ষ বাধে। রামদা নিয়ে আক্রমণ করেব রবীন মন্ডল। মহিলারা সেখানে পৌঁছলে মহিলাদের মধ্যেও সংঘর্ষ বাঁধে। বাঁশ, লাঠি এবং ধারাল অস্ত্রের আঘাতে মহিলা সহ দু’পক্ষের আটজন আহত হন।


খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’পক্ষেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সচিন মক্কার জানিয়েছেন, প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।


জমি বিবাদকে কেন্দ্র করে তুলকালাম। রামদা নিয়ে তাড়া। বাঁশ-লাঠি নিয়ে দু’পক্ষের সংঘৰ্ষ। এই ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুর থানা এলাকার গাইসাল গ্রামের। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই জয়দেব মণ্ডলের সঙ্গে প্রতিবেশী রবীণ মণ্ডলের জমি নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ, রবিবার রবীন মণ্ডল দলবল নিয়ে জমি দখল করতে গেলে বচসা বাধে। পরে যা সংঘর্ষ পর্যন্ত গড়ায়। ঘটনায় আহত দু’পক্ষের অন্তত ৮ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ইসলামপুর পুলিশ জেলার এসপি জানিয়েছেন, প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।