প্রবল বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কে ধস
Web Desk, ABP Ananda | 10 Jul 2016 04:43 AM (IST)
শিলিগুড়ি: প্রবল বৃষ্টিতে শিলিগুড়ির ভোটেভিড় ও ২৯ মাইল এলাকায় শিলিগুড়ি-সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়কে ধস। আজ ভোরে প্রথমে ধস নামে ভোটেভিড় এলাকায়। একমুখী যান চলাচলের জন্য রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়। সকাল সাতটা নাগাদ ফের ২৯ মাইলের কাছে জাতীয় সড়কে ধস নামে। জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। জরুরি ভিত্তিতে রাস্তা পরিষ্কার করার কাজ চলছে।