জামুড়িয়ায় ফের পরিত্যক্ত খনিতে ধস
Web Desk, ABP Ananda | 23 Oct 2017 11:02 AM (IST)
আসানসোল: পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় ফের ধস! আবারও সেই কেন্দায়। আজ ভোরে পরিত্যক্ত খনি লাগোয়া একটি খেলার মাঠে ধস নামে। বেরিয়ে আসতে থাকে ধোঁয়া। যা দেখে তীব্র আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। প্রসঙ্গত, গত কয়েকমাস ধরেই কেন্দায় ইসিএলের পরিত্যক্ত খনির একাংশ থেকে গ্যাস ও আগুন নির্গত হচ্ছে। এলাকাটি বিপজ্জনক বলে চিহ্নিত করে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরেও দেয় প্রশাসন। এরমধ্যেই ফের ধস নামায় আতঙ্কে স্থানীয় মানুষ।