টাকা তছরূপের মামলায় লক্ষ্মণ শেঠকে তলব সিআইডির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Aug 2017 08:02 AM (IST)
কলকাতা: কেন্দ্রীয় অনুদানের টাকা তছরুপের অভিযোগে লক্ষ্মণ শেঠকে আজ তলব করেছে সিআইডি। বেলা ১১টা নাগাদ ভবানী ভবনে এই প্রাক্তন সিপিএম সাংসদ তথা বর্তমান বিজেপি নেতাকে হাজিরা দিতে বলা হয়েছে। ২০০৯-১০ সালে হলদিয়া ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড নামে এক বেসরকারি সংস্থার মাধ্যমে কেন্দ্রের থেকে ৯ কোটি টাকা অনুদান পায় লক্ষ্মণ শেঠের সংস্থা আইকেয়ার। অনুদানের টাকায় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার গঠন আর ওয়ার্কশপ তৈরির কথা ছিল। কিন্তু, আইকেয়ার কোনও শর্তই পূরণ করেনি বলে অভিযোগ। পরে সংস্থাটির কাছে সুদ সহ টাকা ফেরত চায় হলদিয়া ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড। টাকা ফেরত না দেওয়ায় জানুয়ারি মাসে ভবানীপুর থানায় আইকেয়ারের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ দায়ের করে ওই বেসরকারি সংস্থা। মামলার তদন্ত ভার হাতে নিয়ে লক্ষ্মণ শেঠকে ডেকে পাঠাল সিআইডি।