মালদা: রাজ্যজুড়ে যখন বিরোধী শিবিরে ভাঙন অব্যাহত তখন মালদার মানিকচকে উলটপুরাণ!সম্প্রতি, তৃণমূলের দখল করা মানিকচক পঞ্চায়েত সমিতি ছিনিয়ে নিল বাম-কংগ্রেস জোট।

মানিকচক পঞ্চায়েত সমিতির মোট আসন ৩১। ম্যাজিক ফিগার ১৬। এর মধ্যে বামেদের ১৫, কংগ্রেসের ৩ এবং তৃণমূলের ১৩। কয়েক দিন আগে, ৩ জন বাম সদস্য যোগ দেন তৃণমূলে। এর জেরে তৃণমূল পৌঁছে যায় ম্যাজিক ফিগার, ১৬-এ।

এরপর ৯ সেপ্টেম্বর অনাস্থা ভোটে জিতে মানিকচক পঞ্চায়েত সমিতির আনুষ্ঠানিকভাবে দখলে নেয় তৃণমূল। এরপরই নাটকীয় মোড়। একেবারে উলটপুরাণ। হঠাৎই দলত্যাগ করেন তৃণমূল সদস্য জারিনা বিবি। এবং তাঁকেই সভাপতি পদে সমর্থন করে বাম-কংগ্রেস জোট। ফলে এখন মানিকচক পঞ্চায়েত সমিতিতে, ৩১ আসনের মধ্যে তৃণমূলের আসন কমে হল ১৫। বামেদের ১২, কংগ্রেসের ৩ এবং নির্দল হিসেবে তৃণমূলের দলত্যাগী সদস্যের আসন মিলিয়ে বিরোধী শিবিরের হাতে চলে এল ১৬টি আসন।

এভাবে তৃণমূল সদস্যের দলবদলকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে শাসক দল। বিরোধীরা কটাক্ষ করে বলছে, তৃণমূলই তো রাজ্য জুড়ে বিরোধী শিবির ভাঙিয়ে ক্ষমতা দখল করছে। সবকটা জেলা পরিষদ এখন তাদের দখলে। হাতে গোনা কয়েকটা পুরসভা বিরোধীদের হাতে রয়েছে বিচ্ছিন্ন দ্বীপের মতো। যেমন, শিলিগুড়ি, মুর্শিদাবাদ, জয়নগর, তাহেরপুর, দাঁইহাট, ইসলামপুর, কান্দি। এরই মধ্যে মালদার মানিকচক পঞ্চায়েত সমিতিতে উলটপুরাণ।