জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে কলকাতায় যৌথ মিছিল বাম-কংগ্রেসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Dec 2019 03:24 PM (IST)
জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজ একসঙ্গে পথে নামল বাম-কংগ্রেস।
NEXT
PREV
কলকাতা: জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজ একসঙ্গে পথে নামল বাম-কংগ্রেস। দুপুর আড়াইট নাগাদ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়। চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে মিছিল এগিয়ে চলেছে। শেষ হবে মহাজাতি সদনে। পদযাত্রায় অংশ নিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ নেতা-কর্মীরা। ৮ জানুয়ারি দেশ জুড়ে শিল্প ধর্মঘট। এই মিছিলের মাধ্যমে ধর্মঘটের সমর্থনে প্রচার চালাবেন বাম-কংগ্রেস নেতৃত্ব।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -