শিলিগুড়ি:  বামেদের হাতছাড়া হতে চলেছে শিলিগুড়ি পুরসভায়ও। তৃণমূলে যোগ দিতে চলেছেন ৫ বাম কাউন্সিলর। এর ফলে বোর্ড দখলের লড়াইয়ে এগিয়ে গেল তৃণমূল। ৪৭ আসনের পুরসভায় ম্যাজিক ফিগার ২৪। ৫ বাম কাউন্সিলর যোগ দেওয়ায় তৃণমূলের শক্তি বেড়ে হল ২২। অচিরেই আরও দুই বিরোধী কাউন্সিলর দলে যোগ দেবেন, আশা তৃণমূলের।