সনৎ ঝা, শিলিগুড়ি: সত্তরোর্ধ্বদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিনেশনের পরিকল্পনা নিল শিলিগুড়ি পুরসভা। যার নাম দেওয়া হয়েছে ‘দুয়ারে ভ্যাকসিন’। তৈরি করা হচ্ছে বয়স্ক ও শারীরিকভাবে সক্ষমদের তালিকা। আগামী সপ্তাহেই শুরু হবে ভ্যাকসিনেশন।


ঘরে বসেই মিলবে ভ্যাকসিন। বয়স্কদের জন্য এবার ‘দুয়ারে ভ্যাকসিন’ শিলিগুড়িতে। বয়স্কদের ভ্যাকসিনেশনে গতি আনতে  শনিবার জরুরি বৈঠক করেন পুরসভার প্রশাসক গৌতম দেব। ওই বৈঠকে উপস্থিত ছিলেন,  দার্জিলিংয়ের জেলাশাসক এস পন্নবলম, দার্জিলিং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ২ তুলসী প্রামাণিক প্রমুখ। সেখানেই ঠিক হয় সত্তোরোর্ধ্ব, বিশেষভাবে সক্ষমদের বাড়ি গিয়ে দেওয়া হবে ভ্যাকসিন। যাঁরা অসুস্থতার জন্য উঠতে-হাঁটতে পারেন না, ভ্যাকসনি দেওয়া হবে তাঁদেরও।


শিলিগুড়ির পুর-প্রশাসক গৌতম দেব বলেন, জেলায় সাড়ে চার লক্ষ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। দুয়ারে ভ্যাক্সিনের মাধ্যমে জেলায় যাদের বয়স সত্তরের উপরে তাদের বাড়ি বাড়ি গিয়ে ভ্যাক্সিন দেওয়া হবে। জেলা জুড়ে বয়স্ক মানুষদের তালিকা তৈরি করা হচ্ছে। সব বয়স্ক মানুষদের নাম যাতে থাকে প্রয়োজনে নির্বাচন কমিশনের  নামের তালিকা রয়েছে খতিয়ে দেখা হবে। দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্যর কথায়, আগামী সপ্তাহ থেকেই জেলা জুড়ে বয়স্ক মানুষদের ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হবে।  ‘দুয়ারে ভ্যাকসিন’- চালুর অপেক্ষায় এখন শিলিগুড়িবাসী।


উল্লেখ্য, গত মাসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক গাইডলাইন জারি করে জানায় দুয়ারে ভ্যাকসিনের সুবিধা পাবেন শুধুমাত্র প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমরা। কেন্দ্রের ওই গাইডলাইনে উল্লেখ, সরকারি-বেসরকারি হাসপাতাল, সরকারি ও বেসরকারি হাসপাতাল পরিচালিত ভ্যাকসিন সেন্টার, সরকারি ও বেসরকারি অফিসে টিকাকরণ হবে। এছাড়া, বাড়ির কাছে শুধুমাত্র ষাটোর্ধ্ব নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের ভ্যাকসিন দেওয়া হবে বলে গাইডলাইনে উল্লেখ করা হয়। চলতি মাসেই বাঁকুড়া শহরে শুরু হয় 'দুয়ারে ভ্যাকসিন' কর্মসূচি। বাঁকুড়া পুর এলাকায় বসবাসকারী ১০৪ জন বিশেষভাবে সক্ষমকে প্রাথমিকভাবে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়।  যাঁরা মাসিক এক হাজার টাকা মানবিক ভাতা পান, তাঁদের মধ্যে থেকেই তৈরি করা হয় ভ্যাকসিন প্রাপকদের তালিকা।