বেহালা: রাগের বশে বন্ধুকে খুনের অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে। বেহালার চণ্ডীতলার এই ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদ থেকে বেহালায় রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতে আসে ১৬ বছরের দুই কিশোর। অভিযোগ, শুক্রবার বান্ধবীর সঙ্গে মনোমালিন্য হয় এক কিশোরের। সেই রাগ এসে পড়ে অপর বন্ধুর ওপর। 


বিছানা করাকে কেন্দ্র করে দুই বন্ধুর বচসা বাঁধে। বন্ধুকে ঘুষি মারে অপরজন। সংজ্ঞহীন অবস্থায় বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে গেলে চিকিত্সকরা নাবালককে মৃত বলে ঘোষণা করেন। 


মৃতের এক প্রতিবেশী জানিয়েছে, সাড়ে ৯টা নাগাদ বিছানা করা নিয়ে গন্ডগোল বাঁধে ওই দু-জনের মধ্যে। সে আওয়াজ পৌঁছায় প্রতিবেশীদের কানেও। এরপর তাঁরা ঘটনাস্থলে আসেন এবং ওই ছেলেটিকে উদ্ধার করেন। অন্যদিকে, ঘটনার পরই পালিয়ে যায় অভিযুক্ত কিশোর। পরে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে বেহালা থানার পুলিশ। 


উল্লেখ্য, এদিন বেনিয়াপুকুরেও একটি খুনের ঘটনা ঘটেছে, বেনিয়াপুকুর থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ৩০ বছরের যুবকের দেহ। খুন বলেই প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ।


আজ সকালে গোরাচাঁদ রোডে একটি দোতলা বাড়ির পিছনে সেপটিক ট্যাঙ্ক লাগোয়া একটি চৌবাচ্চার ভিতরে নিমাই ঘোষাল নামে সোদপুরের বাসিন্দা ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ওই বাড়ির নীচে একটি ওষুধের দোকানে কাজ করতেন নিমাই।


সহকর্মীদের দাবি, গত ২ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের। নিখোঁজ থাকার বিষয়টি কেন পুলিশকে জানানো হয়নি, তা খতিয়ে দেখা হচ্ছে।