মালদা: খেলতে খেলতে দুর্ঘটনা। গলার মধ্যে জ্যান্ত কইমাছ ঢুকে যাওয়ায় প্রাণ ওষ্ঠাগত শিশুর। শেষমেশ চিকিৎসকদের চেষ্টায় রক্ষা পেল একরত্তি প্রাণ।

বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে মালদার কালিয়াচক থানার সুলতানগঞ্জ গ্রামে। পরিবার সূত্রে খবর, বাজার থেকে হাঁড়িতে করে জ্যান্ত কই মাছ কিনে এনেছিলেন রুবেল শেখ। মাছ দেখে উৎসাহে হাঁড়ির পাশে বসেছিল রুবেলের ৪ বছরের ছেলে। খেলতে খেলতে দাদার পাশে এসে বসে ৬ মাসের ভাই। হাঁড়ি থেকে একটি মাছ তুলে ভাইয়ের মুখে দিতেই বিপত্তি। জ্যান্ত মাছ সোজা গিয়ে আটকে যায় শিশুর শ্বাসনালিতে। যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে অস্ত্রোপচার করে মাছ বের করেন চিকিৎসকরা।

নতুন জীবন ফিরে পেয়েছে ৬ মাসের শিশু। চিকিৎসকরা জানিয়েছেন, খুব তাড়াতাড়িই তাকে ছেড়ে দেওয়া হবে।