উত্তর ২৪ পরগনা: মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা হলেই সংজ্ঞাহীন পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে। এই স্কুলেই সিট পড়েছিল টিটাগড় অ্যাংলো ভার্নাকুলার স্কুলের ছাত্রী অঞ্জলি চৌধুরীর। গতকাল অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে ওই পরীক্ষার্থী। পরিবারের লোকজন তাকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে ভর্তি করে। ছাত্রীর পরিবারের অভিযোগ, সংজ্ঞাহীন হয়ে পড়ার পরও কোনও ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ। এনিয়ে প্রতিক্রিয়া মেলেনি স্কুল কর্তৃপক্ষের।