পশ্চিম মেদিনীপুর: মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনই নিখোঁজ স্কুলের ফার্স্ট বয়।পরীক্ষা দিতে বেরনোর পর থেকে নেই কোনও হদিশ।ঘটনা ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। নিখোঁজ ছাত্রের নাম সুজিত বায়েন। সে ঘাটালের যোগদা সৎসঙ্গ হাইস্কুলের ছাত্র। থাকত স্কুলের হস্টেলেই। সুজিতের মাধ্যমিক পরীক্ষার সিট পড়ে ঘাটাল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি স্কুলে। সেখানকার আধিকারিকদের দাবি, সোমবার সকাল সোয়া দশটা নাগাদ পরীক্ষা দিতে বেরোয় সুজিত। কিন্তু, পরীক্ষাকেন্দ্রে সে পৌঁছোয়নি।
সেখান থেকে বিষয়টি জানানো হয় যোগদা সৎসঙ্গ হাইস্কুলের প্রধান শিক্ষককে। তিনি যোগাযোগ করেন সুজিতের পরিবারের সঙ্গে। ঘাটাল থানায় মিসিং ডায়েরি করা হয়।
কিন্তু, কোথায় গেল সুজিত? তাকে কি অপহরণ করা হয়েছে? এই সম্ভাবনা জোরাল হয়েছে সুজিতের দাদার কথায়। তাঁর দাবি, সোমবার বিকেলের পর একবার বাড়িতে ফোন করে সুজিত। বলে, সে কোথায় রয়েছে বুঝতে পারছে না।
শিক্ষকদের দাবি, সুজিত অত্যন্ত মেধাবী ছাত্র। স্কুলে বরাবর ফার্স্ট হত। মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনে এমন এক ছাত্রের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন তাঁরা। আশঙ্কায় দিন কাটাচ্ছে পরিবার।
মাধ্যমিকের প্রথম দিনে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ স্কুলের 'ফার্স্ট বয়' পরীক্ষার্থী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Mar 2018 01:18 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -