কলকাতা: মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নে বানান বিভ্রান্তি।প্রশ্নে একই শব্দের দু’রকম বানান ।যে কোনও বানান লিখলে কাটা যাবে না নম্বর,আশ্বাস মধ্যশিক্ষা পর্ষদের।
ইতিহাসে প্রশ্নপত্র কঠিন হওয়ার অভিযোগ পরীক্ষার্থীদের একাংশের।
সব প্রশ্ন শক্ত হয়েছে এমন রিপোর্ট নেই,জানাল পর্ষদ।
হিন্দিতে সিলেবাস বহির্ভূত একাধিক প্রশ্ন।ছাত্ররা ক্ষতিগ্রস্ত হবে না, জানালেন পর্ষদ সভাপতি।