কলকাতা: ইংরেজি পরীক্ষা মানেই অনেক পড়ুয়ার কাছেই ভীতির বিষয়। কিন্তু এবারের মাধ্যমিকে ইংরেজিতে এমন একটি প্রশ্ন এসেছিল, যাতে পরীক্ষার্থীরা যারপরনাই খুশি। প্রশ্নটি ছিল ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে। ১০ নম্বরের ওই প্রশ্ন পরীক্ষার চাপের মধ্যেও হাসি ফুটিয়েছিল পরীক্ষার্থীদের মুখে।
এ দেশে ক্রিকেট খুবই জনপ্রিয়। তারওপর নতুন প্রজন্মের মধ্যে কোহলির ব্যাপক জনপ্রিয়তা। এ হেন ক্রিকেটারের ওপর প্রশ্ন এসেছে। সঙ্গে রয়েছে কিছু পয়েন্ট। তারই ভিত্তিতে কোহলি সম্পর্কে লিখতে বলা হয়েছে। ক্রিকেট মাঠের এই জনপ্রিয় তারকাকে নিয়ে প্রশ্ন দেখে তাই পরীক্ষার্থীদের মুখে হাসি ফুটেছে।
মাধ্যমিকের প্রশ্নপত্রে কোহলির মতো ক্রীড়াবিদ জায়গা পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রাক্তন অলরাউন্ডার তথা রাজ্যের তৃণমূল কংগ্রেস বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা। তিনি বলেছেন, কোহলি আইকন তো বটেই। তার ওপর কাজের প্রতি তাঁর নিষ্ঠা, পরিশ্রম, শৃঙ্খলা পড়ুয়াদের কাছে একটা উদাহরণ। তাই কোহলির ওপর প্রশ্ন রাখার প্রশংসা করে লক্ষ্মীরতন আশা করেছেন, ভবিষ্যতে শুধু মাধ্যমিকেই নয়, অন্যান্যা বোর্ড পরীক্ষাতেও ক্রীড়াবিদদের নিয়ে প্রশ্ন আসবে।
অনেক পরীক্ষার্থীই বলেছে, প্রশ্নপত্র দেওয়া পয়েন্টের ভিত্তিতে কোহলির ওপর লিখতে বলা হয়েছিল। কিন্তু কোহলি এতটাই জনপ্রিয় যে কোনও পয়েন্ট না দেওয়া হলেও অনেকেই কয়েক পাতা লিখে ফেলতে পারত। তাই এই প্রশ্নের উত্তর লেখার জন্য কোনও পয়েন্ট না দিলেও চলত।
মুর্শিবাদের এক পরীক্ষার্থী বলেছে, এই প্রশ্নের উত্তর লিখতে পেরে খুব খুশি হয়েছি। এ রকম প্রশ্ন আসবে, আশাই করিনি। কোহলি তো আমার কাছে আদর্শ।