হুগলি: পরীক্ষা কেন্দ্রে তাড়াতাড়ি পৌঁছতে মোটর বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। সঙ্গে ছিল পাড়ারই আরও দুই ছাত্রী। কিন্তু বেপরোয়া গতির জেরে দুর্ঘটনায় কবলে পড়ে মৃত্যু হল ওই মাধ্যমিক পরীক্ষার্থীর। আশঙ্কাজনক ওই দুই ছাত্রী।
বৃহস্পতিবার হুগলির পাণ্ডুয়ার ঘটনায় স্তম্ভিত-শোকাহত পরিবার।
স্থানীয় সূত্রে খবর, মৃত পরীক্ষার্থীর নাম জানবাজ আনসার। আহত অন্য দুই ছাত্রী সহিদা খাতুন এবং নাসরিন খাতুন মৃত্যুর সঙ্গে লড়েছ। এদিন সকালে বাইক নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন পাণ্ডুয়ার বাসিন্দা ওই তিন পরীক্ষার্থী। কারোর মাথাতেই হেলমেট ছিল না। তিন্নার কাছে আর্তি মোড়ে একটি বেপরোয়া লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকটিকে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলে ছিটকে পড়েন তিনজন। সঙ্গে সঙ্গে কর্তব্যরত সিভিক ভলান্টিয়াররা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই জানবাজকে মৃত বলে ঘোষনা করা হয়।
মৃতের পরিবারের তরফে জানা গিয়েছে, জানবান আনসার শশীভূষণ হাইস্কুলের ছাত্র ছিল। অন্য দুই পরীক্ষার্থী রাধারাণী হাইস্কুলে পড়ত। এদিন পাণ্ডুয়ার মহানাথ হাইস্কুলের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল জানবান আনসার। সহিদা ও নাসরিনের পাশের একটি স্কুলে পরীক্ষা কেন্দ্র হওয়ায় তাঁদের নিয়ে বাড়ি থেকে রওনা দিয়েছিল ওই ছাত্র।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই ঘাতক লরিটি পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
পান্ডুয়ায় লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের, মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর, গুরুতর জখম আরও দুই ছাত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Mar 2017 03:56 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -