শুরু হল মাধ্যমিক, নির্বিঘ্নেই শেষ প্রথম দিনের পরীক্ষা
Web Desk, ABP Ananda
Updated at:
12 Mar 2018 10:38 PM (IST)
NEXT
PREV
কলকাতা: নির্বিঘ্নেই শেষ হল মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা। প্রশ্নপত্র নিয়ে খুশি পরীক্ষার্থীরা। তার মধ্যেই ঘড়ি ব্যবহার নিয়ে বিভ্রান্তি ছড়াল কলকাতার বেথুন স্কুলে। অভিযোগ, ঘড়ি পরে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। স্কুলের দেওয়ালে টাঙানো ছিল ঘড়ি। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, বৈদ্যুতিন ঘড়ি নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। আপত্তি নেই সাধারণ ঘড়িতে। হিন্দি এবং উর্দুতে সিলেবাসের বাইরের প্রশ্ন এসেছে বলে অভিযোগ উঠেছে। হিন্দির বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পর্ষদ। মাধ্যমিকে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২ হাজার ৯৮। গতবারের চেয়ে প্রায় ৩১ হাজার বেশি। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেড়েছে ১ লক্ষ ৪০ হাজার।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -