কলকাতা: আজ প্রকাশিত হচ্ছে এবছরের মাধ্যমিকের ফল৷ সকাল ৯ টায় ফলপ্রকাশ৷ ১১টা থেকে ওয়েবসাইট, এসএমএস মারফত ফল জানতে পারবে পরীক্ষার্থীরা৷
২০১৬-র মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল অন্যান্য বছরের তুলনায় ২২ দিন আগে, গত ১ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শেষ হয় ১০ ফেব্রুয়ারি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৯০ দিনের মধ্যেই মঙ্গলবার প্রকাশিত হচ্ছে ফল।
এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় সাড়ে এগারো লক্ষ।
মঙ্গলবার সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদের অফিসে প্রকাশিত হবে মাধ্যমিকের ফল৷ ১১ টা থেকে ফল জানা যাবে ওয়েবসাইট ও এসএমএসে৷ সকাল ১০ টা থেকে মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে দেওয়া হবে মার্কশিট ও সার্টিফিকেট।
যে যে ওয়েবসাইটে ফল জানা যাবে সেগুলি হল - www.wbbse.org
http://wbresults.nic.in
www.wb10.knowyourresult.com
http://results.banglarmukh.gov.in
www.exametc.com
www.examresults.net
www.indiaresult.com
www.results.westbengaleducation.net
http://results.khaskhabar.com
www.calcuttatelephones.com
www.manabadi.com
www.schools9.com
www.bharatstudent.com
www.clickcollegestreet.com
www.myresultplus.com
www.resultout.com
www.patrika.com
www.knowyourresult.com
www.99results.com
www.indiaaccess.com
www.jagaranjosh.com
www.kolkataeducation.net
এসএমএসেও জানা যাবে মাধ্যমিকের ফল৷
যে কোনও পরিষেবাপ্রদানকারীর ক্ষেত্রে প্রার্থীদের প্রথমে লিখতে হবে WB10৷ তারপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠাতে হবে 54242, 56263 নম্বরে৷
গত বছর প্রথম ১০ টি স্থানে ৩৮ জনের নাম প্রকাশ করেছিল পর্ষদ৷ এবারও প্রথম দশটি স্থানের মেধা তালিকা প্রকাশ করা হবে৷ পর্ষদ জানিয়েছে ২০১৭ থেকে নতুন সিলেবাসে মাধ্যমিক পরীক্ষা হবে৷
আজ মাধ্যমিকের ফল, কোন কোন ওয়েবসাইটে জেনে নিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 May 2016 04:58 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -