দুপুর তিনটে নাগাদ শুরু হবে মাহেশের রথযাত্রা
ABP Ananda, Web Desk | 14 Jul 2018 12:01 PM (IST)
হুগলি: ৬২২ বছরে পা দিল মাহেশের রথ। দুপুর ৩টে নাগাদ মাসির বাড়ি রওনা দেবেন প্রভু জগন্নাথ। সকাল থেকে চলছে রথযাত্রার প্রস্তুতি। সকালেই সাধারণের দর্শনের জন্য মন্দিরের বাইরে এনে রাখা হয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। মাহেশের রথ আদিতে ছিল কাঠের তৈরি। লোহার রথ তৈরি হয় ১৩৭ বছর আগে। ১২৫ টন ওজনের এই রথ ৫০ ফুট উঁচু। পুরীর জগন্নাথের ১২ বছর অন্তর নব কলেবর হয়। কিন্তু মাহেশে ৬২২ বছর ধরে একই বিগ্রহ। রথযাত্রা উপলক্ষে হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত এক কিলোমিটার রাস্তায় নজরদারির জন্য রয়েছে ড্রোন ও সিসিটিভি ক্যামেরা।