মালদা:  মদ না পেয়ে হোটেলের রাঁধুনিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানা এলাকায়। থানায় অভিযোগ দায়ের হলেও অভিযুক্তরা পলাতক।হোটেলে আসা মত্ত যুবকদের মদ দিতে পারেননি।

সেজন্য হোটেলের মধ্যেই রাঁধুনিকে কোপানোর অভিযোগ উঠল মত্ত যুবকদের বিরুদ্ধে। রবিবার রাতে ভয়াবহ এই ঘটনা ঘটেছে মালদার ইংরেজবাজার থানা এলাকার কাটাগড়ে। জাতীয় সড়কের একেবারে পাশে একটি হোটেল। হোটেল মালিকের দাবি, রাতে স্থানীয় কয়েকজন যুবক মত্ত অবস্থায় হোটেলে আসে।

তারা খাবারের সঙ্গে আরও মদ চায়। রাঁধুনি রবি রায় জানিয়ে দেন, এখানে মদ পাওয়া যায় না।

অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে ওই যুবকরা রবি রায়ের ওপর চড়াও হয়। ধারাল অস্ত্র দিয়ে রাঁধুনিকে এলোপাথাড়ি কোপায়।

আহত অবস্থায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হলেও অভিযুক্তরা এখনও পলাতক। এই ঘটনার পর থেকে হোটেলের বাকি কর্মীরা আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে।