মালদা: দিনে-দুপুরে ব্যাঙ্কের গাড়ি ঘিরে ডাকাতি।
সোমবার তখন বেলা বারোটা। পুলিশ সূত্রে খবর, মালদায়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চাঁচল শাখা থেকে ২৫ লক্ষ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল চাঁচল থানা এলাকারই সন্তোষপুর শাখায়।
মাঝপথে ভীমপুরে একদল দুষ্কৃতী ব্যাঙ্কের গাড়ি আটকায়। আগ্নেয়াস্ত্র হাতে তিনটি বাইকে ৬জন দুষ্কৃতী। ব্যাঙ্কের গাড়ি ঘিরে দাঁড়ায় তারা। প্রত্যেকেরই মুখ ঢাকা। প্রথমেই ব্যাঙ্কের গাড়িতে থাকা নিরাপত্তাকর্মীর বন্দুকটি ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। তারপর কেড়ে নেয় ব্যাঙ্ক কর্মীর মোবাইল ফোন। এরপর শুরু হয় লুঠ। ব্যাঙ্কের গাড়ি থেকে ২৫ লক্ষ টাকা লুঠ করে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ।
দিনে-দুপুরে ব্যাঙ্কের গাড়ি আটকে এ ভাবে লুঠের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছন চাঁচল থানার পুলিশ কর্মীরা। তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছেন।