অভিজিৎ চৌধুরী, মালদা : আবার আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও এক অস্ত্র কারবারি। ইংরেজবাজার থানার পুলিশ তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। 


বুধবার রাতে ওই অস্ত্র কারবারির খোঁজ পায় ইংরেজবাজার থানার পুলিশ। এর পরই স্থানীয় কাটাগড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়। ধৃত অস্ত্র কারবারির নাম মিনাতুল্লাহ শেখ। বয়স ৩৩ বছর। ধৃত ওই ব্যক্তির বাড়ি কালিয়াচক থানার মুচেহার পাড়া এলাকায়। এমনটাই খবর জানা গেছে পুলিশ সূত্রে।


ধৃত মিনাতুল্লাহ শেখের কাছ থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছে ৪ টি আগ্নেয়াস্ত্র। কাউকে বিক্রি করার উদ্দেশ্যেই ওই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে কাটাগড় এলাকায় দাঁড়িয়েছিল ওই কারবারি, এমনটাই প্রাথমিক অনুমান পুলিশের। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ সেখানে হানা দেয় এবং আগ্নেয়াস্ত্র সহ ওই যুবককে গ্রেফতার করে। এরপর আজ, বৃহস্পতিবার ধৃত ওই অস্ত্র কারবারিকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। এই ঘটনায় আরও কেউ জড়িয়ে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


কিছুদিন আগে অস্ত্র নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি পোস্ট করে পুলিশের নজরে আসে এক ব্যক্তি। ওই দুষ্কৃতীকে অস্ত্র সহ গ্রেফতার করেছিল মানিকতলা থানার পুলিশ। তাদের হাতে এসেছিল আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে অস্ত্র কেনাবেচা করত ওই দুষ্কৃতী বলে দাবি করে পুলিশ। এছাড়াও ভুয়ো আইপিএস অফিসার রাজর্ষি ভট্টাচার্যের গ্রেফতারির পর তাঁর বাড়ি থেকেও উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি। 


উল্লেখ্য, এর আগে গত ১৬ জুলাই বেশ কয়েকজন বেআইনি অস্ত্র কারবারিকে গ্রেফতার করে আলিপুরদুয়ার থানার পুলিশ। তাদের থেকে ৫ টি দেশি বন্দুক পাওয়া যায়। অভিযুক্ত ২ ব্যক্তিকে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়। অস্ত্র কারবারিদের জেরা করে অস্ত্র কারখানার খোঁজ শুরু করে আলিপুরদুয়ার থানার পুলিশ।