করুণাময় সিংহ, মালদা: রাস্তা ঘাটে গৃহবধূকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিচ্ছিল ছেলেটা। তারই প্রতিবাদ করলে সেই গৃহবধূর স্বামীকে কুপিয়ে খুনের চেষ্টা। এমনই অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার কৃষ্ণপুর এলাকায়। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সেই গৃহবধূর স্বামী হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।


স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই এলাকারই দুলাল সরকার নামে এক যুবক সেই গৃহবধূকে কু-প্রস্তাব দিতে থাকে। একইসঙ্গে উত্যক্ত করতে থাকে রাস্তাঘাটে দেখলেই। সেই গৃহবধূ বারবার সে কু-প্রস্তাবে রাজি হয়নি। এরপর ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে খারাপ ব্যবহারের চেষ্টা করে সেই অভিযুক্ত যুবক। গৃহবধূ চিৎকার করে উঠলে সেখান থেকে ওই যুবক পালিয়ে যায় তখন। এরপর স্বামী ঘরে ফিরলে সমস্ত ঘটনা স্বামীকে জানায় সেই গৃহবধূ। স্ত্রীর কথা শুনে স্বামী তড়িঘড়ি ছুটে যায় ওই অভিযুক্তর বাড়িতে। কে তাঁর স্ত্রীকে কু-প্রস্তাব দিয়েছে তার কথা জানতে চাইলে বাড়িতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সেই গৃহবধূর স্বামীকে এলোপাথাড়ি মারধর শুরু করে অভিযুক্ত দুলাল সরকার সহ মোট চার জন।


এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ওই গৃহবধূ। তাঁকে এবং তাঁর একমাত্র মেয়েকেও মারধরের অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। প্রতিবেশীদের সহযোগিতায় আক্রান্তকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় গাজোল গ্রামীণ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে মহিলার স্বামী রবি বৈরাগীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেই মহিলা বর্তমানে গাজোল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ঘটনায় দুলাল সরকার, বিনোদ সরকার, ও কুমোদ সরকারের বিরুদ্ধে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছে। ঘটনার তদন্ত নেমে এবার গাজোল থানার পুলিশ অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা করছে।